শিরোনাম
তুরস্কের বাধার মুখে রুশ যুদ্ধবিমান
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৮
তুরস্কের বাধার মুখে রুশ যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের আকাশসীমায় প্রবেশ করতে চেয়েছিল রাশিয়ার চারটি যুদ্ধবিমান। কিন্তু তুর্কি সামরিকবাহিনীর বাধার মুখে সেগুলো ফিরে আসতে বাধ্য হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে কয়েকটি রুশ সংবাদমাধ্যম।


রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, সিরিয়া থেকে তুরস্কের আকাশে প্রবেশ করতে চেয়েছিল চারটি রুশ যুদ্ধবিমান। এর মধ্যে দুটি বোমারু বিমানও ছিল। কিন্তু তুর্কি সামরিকবাহিনীর বাধার মুখে রাশিয়ার ওই চারটি বিমান ফিরে আসতে বাধ্য হয়।


জানা গেছে, সিরিয়া থেকে তুরস্কের আকাশে প্রবেশ করতে চাইলে রুশ যুদ্ধবিমানগুলোকে বিধ্বস্ত করার হুমকি দেয় তুর্কি সামরিকবাহিনী। এতে দিক পরিবর্তনে বাধ্য হয় যুদ্ধবিমানগুলো। তবে সেগুলো কী উদ্দেশে তুরস্কের আকাশসীমায় প্রবেশ করতে চেয়েছিল তা জানা যায়নি। ওই চারটি যুদ্ধবিমান তুর্কি সীমান্তে হামলা চালাতে চেয়েছিল কি না সেটিও নিশ্চিত করেনি কেউ।


এমনকি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ঘটনাটি সত্যি হয়ে থাকলে এটি নিয়েই নতুন মোড় নিতে পারে সিরিয়া পরিস্থিতি। গত কয়েকদিন ধরে সিরিয়া ইস্যুতে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। দেশ দুটির মুখোমুখি অবস্থানের কারণে যুদ্ধেরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


প্রসঙ্গত, ২০১৫ সালে সিরিয়া-তুরস্ক সীমান্তে তুর্কি ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হয় রুশ যুদ্ধবিমান সুখোই সু-২৪। এতে ওই যুদ্ধবিমানের পাইলট নিহত হন। এরপর মস্কো ও আঙ্কারার সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দেয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com