শিরোনাম
যেভাবে ইসরাইলি সেনাদের ফাঁদে ফেলছে হামাস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৭
যেভাবে ইসরাইলি সেনাদের ফাঁদে ফেলছে হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলি সেনাদের অভিনব কায়দায় ফাঁদে ফেলছে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হামাস।


বিবিসি জানিয়েছে, ইসরাইল সেনাদের মোবাইলে লাস্যময়ী সুন্দরী তরুণীদের ভুয়া ছবি পাঠিয়ে তা ডাউনলোডে তাদের প্রলুব্ধ করে হামাসের হ্যাকাররা। এরপর ইসরাইলি সেনারা যখন এসব ডাউনলোড করে তখন তাদের অজ্ঞাতেই তাদের মোবাইল হ্যাকড হয়ে যায়।


অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের কয়েক ডজন সেনা সদস্যের মোবাইল ফোন হ্যাকড হয়েছে। তবে এতে বড় ধরনের তথ্য হাতিয়ে নিতে পারেনি হামাস।


সম্প্রতি কয়েকবছরে হামাস তৃতীয়বারের মতো ইসরাইলি সেনাদের ফোনে ঢুকে তাদেরকে ফাঁদে ফেলার এমন চেষ্টা নিয়েছে। তবে এবার তারা অনেক বেশি চাতুর্যের সঙ্গে একাজ করেছে।


ইসরাইলি বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, ইসরাইলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) কয়েকমাস আগেই হামাসের এই চক্রান্ত ধরতে পেরেছিল। তারপরই বিষয়টি নজরদারিতে রাখা হয় এবং পরে বন্ধ করা হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com