শিরোনাম
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, পুলিশসহ নিহত ১০
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৪
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, পুলিশসহ নিহত ১০
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের বেলুচিস্তানপ্রদেশে পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ২ পুলিশসহ ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


দেশটির দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তানপ্রদেশের রাজধানী কোয়েটায় সোমবার এ হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।


কোয়েটার পুলিশপ্রধান আবদুল রাজ্জাক চিমা জানান, শহরে একটি ধর্মীয় সমাবেশ ছিল। সমাবেশে ঢোকার মুখে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটকায়।


এসময় হঠাৎ তিনি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ২ পুলিশসহ ১০ জন নিহত হন।


কোয়েটা হাসপাতালের এক কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ পেয়েছি। আহত অবস্থায় ৩৫ জন ভর্তি হয়েছে, এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।


প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, জঙ্গিদের পাকিস্তানে কোনো জায়গা নেই। অতীতে যাই ঘটুক না কেন, আমরা আফগানিস্তানে শান্তি চাই। এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটে। সূত্র: ডন ও এএফপি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com