শিরোনাম
করোনাভাইরাস: জাপানে নিহত ১
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪
করোনাভাইরাস: জাপানে নিহত ১
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানের টোকিওতে ৮০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাটসুনোবো কাতো এ তথ্য নিশ্চিত করেছেন।


জাপানের স্বাস্থ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ওই নারীর মৃত্যু হয়। গত ১লা ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।


এদিকে, চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আরো ১১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮২৩ জন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৮৩।


বুধবার (১২ পেব্রুয়ারি) একদিনেই মারা গিয়েছিল ২৫৪ জন। একদিন পরই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত চীনজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com