
চীন ও পাকিস্তানের কথা বিবেচনা করে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করছে ভারত। টানা ৪০ দিন যুদ্ধ করার মতো অস্ত্র জমা করছে দেশটি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অস্ত্রভাণ্ডার নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে ভারত। ২০২২ থেকে ২৩ সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে চায় দেশটির সেনাবাহিনী। এর মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ করার মতো গোলা-বারুদ মজুত করবে তারা।
সূত্র জানায়, এখনই কোনো যুদ্ধ লাগলে তা সামাল দেয়ার মতো অবস্থা ভারতের রয়েছে, তবে চীন ও পাকিস্তানের কথা বিবেচনা করে অস্ত্রভাণ্ডারকে আরও মজবুত করা হচ্ছে।
২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)।
ওই রিপোর্টে বলা হয়, সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যে ১৫২ ধরনের গোলা-বারুদ মজুত রয়েছে তার মধ্যে ৬১ ধরনের অস্ত্রের পরিমাণ বেশ কম। তা দিয়ে টানা ১০ দশ দিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
ক্যাগ-এর ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তাই এবার আর বিলম্ব না করে অস্ত্রঘাটতি পূরণের কাজ শুরু করেছে কেন্দ্র।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]