শিরোনাম
পুরো পশ্চিম তীর দখলের হুমকি ইসরাইলের
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ২০:৪৩
পুরো পশ্চিম তীর দখলের হুমকি ইসরাইলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে জর্দান উপত্যকা এবং অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২১ জানুয়ারি) লিকুদ পার্টির নির্বাচনী প্রচারণা শুরুর সময় তিনি এ হুমকি দেন। খবর রেডিও তেহরানের।


নেতানিয়াহু অঙ্গীকার করে বলেন, ক্ষমতায় যেতে পারলে কোনো রকমের দেরি না করেই জর্দান উপত্যকা এবং জর্দান নদী উত্তরাংশের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে।


তিনি বলেন, আমরা শুধু কোনো ব্যক্তিকে সমূলে উৎপাটন করব না বরং পশ্চিম তীরের সমস্ত বসতিতে ইসরাইলের আইন প্রতিষ্ঠা করব।


এর আগে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী এবং সাবেক সেনাপ্রধান ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান বেনি গান্তজ বলেছেন, তিনি ক্ষমতায় যেতে পারলে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সমন্বয় করে জর্দান উপত্যকাকে ইসরাইলের সঙ্গে একীভূত করার চেষ্টা করবেন। তার চেয়ে এক ধাপ এগিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান উপত্যকা ও পশ্চিম তীর দখলের পরিকল্পনার কথা জানালেন।


প্রসঙ্গত, আগামী ২ মার্চ ইসরাইলের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com