শিরোনাম
বাবার জন্য লিভার কেটে দিলেন ছেলে
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৪:৩৪
বাবার জন্য লিভার কেটে দিলেন ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুরো লিভারই অকেজো হয়ে পড়েছিল ৪৬ বছর বয়সী রঞ্জিত কুণ্ডুর। শরীর থেকে ফেলে দিতে হবে ভীষণ জরুরি এই অন্ত্রটি। নতুন একটি কিংবা একটির বড় অংশ প্রতিস্থাপন করতে হবে।


কুণ্ডুর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট জেলায়। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। তবে অন্য কারো লিভার না মেলায় তাঁর অস্ত্রোপচার সম্ভব হচ্ছিল না। তাই তাঁকে চিকিৎসার জন্য নেয়া হচ্ছিল দেশটির অন্য কোনো রাজ্যে। তাতে বাধ সাধেন রঞ্জিতের ছেলে প্রীতম। বাবাকে লিভার দিতে চাইলেন ছেলে। পরিবারের সদস্যরা তাতে বাধাও দিলেন। কিন্তু সব বাধাকে অগ্রাহ্য করে নিজের লিভারের ৬৫ শতাংশ দান করলেন ১৯ বছর বয়সী ছেলে প্রীতম। কলকাতার এসএসকেএম হাসপাতালের 'স্কুল অব ডাইজেস্টিভ অ্যান্ড লিভার ডিজিজেস-এ সম্পন্ন হয় তাঁর অস্ত্রোপচার।


রঞ্জিত কুণ্ডুর ভাই জয়ন্ত কুণ্ডু জানান, সিরোসিস অব লিভারে আক্রান্ত তাঁর ভাইকে যকৃৎ প্রতিস্থাপনের পরামর্শ দেন দিল্লির বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। এ জন্য এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা হবে বলে জানান তাঁরা। কিন্তু অন্য কারো সঙ্গে না মেলায় সেই অস্ত্রোপচার সম্ভব হচ্ছিল না। তখনই প্রীতম যকৃৎ দিতে চাইলেন। পরিবারের কেউ রাজি হলেও অনড় ছেলের জেদের কাছে হার মানেন মা সুজাতা। এর পরই এসএসকেএম-এর হেপাটোলজি বিভাগের প্রধান অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে শুরু হয় অস্ত্রোপচারের প্রস্তুতি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com