শিরোনাম
সোলাইমানিকে সর্বোচ্চ পদকে ভূষিত করেছে সিরিয়া
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ২০:১২
সোলাইমানিকে সর্বোচ্চ পদকে ভূষিত করেছে সিরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে মরনোত্তর সর্বোচ্চ পদকে ভূষিত করেছে সিরিয়া।


সোমবার (১৩ জানুয়ারি) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাঠানো সর্বোচ্চ পদকটি তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আব্দুল্লাহ আইয়ুব ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির কাছে হস্তান্তর করেছেন। পদকটি সোলাইমানির পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে। খবর রেডিও তেহরানের।


এদিকে ইরানের আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তেহরানে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠক করেছেন।


এসময় জেনারেল হোসেন সালামি বলেন, ইরান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে নিজেদের ভৌগোলিক অখণ্ডতা বলে মনে করে এবং এর প্রতি সর্বোচ্চ সম্মান দেখায়। সিরিয়া থেকে সব শত্রু উৎখাত না হওয়া পর্যন্ত ইরান সহযোগিতা অব্যাহত রাখবে।


এ সময় সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেন, শহীদ কাসেম সোলাইমানি হচ্ছেন গোটা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের পরাজয়ের স্থপতি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com