শিরোনাম
লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন করবিন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:০১
লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন করবিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটেনে সাধারণ নির্বাচনে পরাজয়ের পর দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। তিনি আগামী নির্বাচনে আর দলের নেতৃত্ব দেবেন না।


নির্বাচনে ভরাডুবির পর তিনি বলেন, লেবার পার্টির জন্য এটা খুবই হতাশাজনক একটি রাত। ভবিষ্যতের নির্বাচনে তিনি লড়বেন না।


ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এখন পর্যন্ত ৩২৬টি আসনে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের দল।


ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের সাড়ে ছয়শ আসনের মধ্যে ৬০০টির ফল ঘোষণা করা হয়েছে। এতে টরি পার্টি নতুন করে ৪৩টি আসন পেয়েছে। যেখানে বিরোধী দল লেবার পার্টি হারিয়েছে ৫৫টি আসন।


নির্বাচনে জয়লাভের পর বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট সম্পন্ন করার জন্য তার সরকার নতুন করে শক্তিশালী ম্যান্ডেট পেয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com