শিরোনাম
ইউক্রেনকে যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ১৫:২২
ইউক্রেনকে যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১০ডিসেম্বর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।


তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী যদি রাশিয়ার সীমান্তবর্তী বিচ্ছিন্ন এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে তাহলে দেশটির সাথে যুদ্ধ শুরু হবে।


তিনি বলেন, রাশিয়ার সীমান্তবর্তী রুশ ভাষাভাষি এলাকাগুলো বর্তমানে রুশপন্থি গেরিলারা নিয়ন্ত্রণ করছে। কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী যদি জোরপূর্বক ওইসব এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করতে চায় তাহলে সেব্রেনিৎসার মতো গণহত্যা সংঘটিত হবে।


প্রসঙ্গত, বলকান যুদ্ধের সময় ১৯৯৫ সালে সার্ব বাহিনী সেব্রেনিৎসা শহরে বসনিয় মুসলিমদেরে ওপর যে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল সেটি সেব্রেনিৎসা গণহত্যা নামে পরিচিত। ওই ঘটনায় আট হাজার বসনিয় মুসলিম পুরুষ ও বালককে হত্যা করা হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com