শিরোনাম
পার্ল হারবার ঘাঁটিতে গোলাগুলিতে নিহত ২
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৫২
পার্ল হারবার ঘাঁটিতে গোলাগুলিতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটিতে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, বুধবার ( ৪ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ গোলাগুলি হয়।


এদিকে মার্কিন ঘাঁটির এক মুখপাত্রের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, ঘাঁটির ভেতরে মার্কিন নৌবাহিনীর এক সদস্য গুলি করে দুইজনকে হত্যার পর আত্মহত্যা করেছেন। গোলাগুলির কারণে ঘাঁটিটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছে।


অপরদিকে এক প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শুনে এবং জানালা খুলে দেখেন দুইজন মাটিতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে নাবিকের পোশাক পরা সেই বন্দুকধারীও নিজের মাথায় গুলি করেন।


ভারতীয় গণমাধ্যম জানায়, পার্ল হারবার নৌঘাঁটিতে বন্দুক হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া। ভারতীয় বাহিনীটির মুখপাত্র জানিয়েছেন, বন্দুক হামলার পর নিরাপদে আছেন তিনি।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com