শিরোনাম
একই হাসপাতালে একই সময় ১২ জোড়া জমজ!
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯, ১৪:৪০
একই হাসপাতালে একই সময় ১২ জোড়া জমজ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

থ্যাংকসগিভিংসের দিনে যখন অধিকাংশ মার্কিন নাগরিক খাবারের উৎসবে মেতে ছিলেন, তখন একটি হাসপাতাল কেবল এক, দুই, তিন কিংবা চারটি না, অন্তত ১২ জোড়া জমজ শিশুর যত্নে ব্যস্ত ছিল।


এতগুলো শিশুর জন্মে মিসৌরির কানাস সিটির সেন্ট লিউক হাসপাতালে চলতি সপ্তাহে এক অসাধারণ মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা বলছেন, একই সময় একসঙ্গে এতগুলো শিশুর যত্ন নেয়ার ঘটনা এটাই প্রথম।


মার্কিন সংবাদ নেটওয়ার্ক সিএনএনের খবরে এসব তথ্য জানা গেছে।


সিএনএনের অধিভুক্ত কেএমবিসিকে নার্স ড্যানিয়েল গ্যাদারর্স বলেন, এখানে সবসময়ই জমজ শিশুর জন্ম নেয়ার ঘটনা ঘটে। কিন্তু একই সময়ে ১২ জোড়া জমজের ঘটনা এটাই প্রথম। তারা দেখতে অসাধারণ ও আকর্ষণীয়।


হাসপাতালের মুখপাত্র বলেন, এসব শিশুরা চলতি সপ্তাহে জন্ম নিয়েছে। নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাদের যত্ন নেয়া হচ্ছে।


বেশ কয়েকটি শিশুকে অন্যদের তুলনায় একটু বেশি সময় হাসপাতালে রাখতে হচ্ছে।


নতুন মা আমান্দা টলিফের বলেন, তারা আমাদের সংসারে নতুন আনন্দ নিয়ে এসেছে। এটাই আমাদের সর্বোচ্চ পাওনা ছিল।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com