শিরোনাম
মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের ১৩ সেনা নিহত
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯, ১৮:১৭
মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের ১৩ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের ১৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।


তিনি বলেন, মালিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের সময় হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের ১৫ সেনা নিহত হয়েছে। সোমবার (২৫নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।


১৫ সেনা নিহতের ঘটনায় প্রেসিডেন্ট ম্যাকরন গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।


এর আগে চলতি মাসের শুরুর দিকে মালিতে ফ্রান্সের আরো এক সেনা নিহত হয়েছে। ওই সময় ফরাসি ওই সেনার গাড়ির পাশে সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে তার গাড়িটি উড়ে যায় এবং ওই সেনা নিহত হয়।


প্রসঙ্গত, ২০১২ সালে আফ্রিকার দেশ মালির উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ‘তোয়ারেগ’ দেশের উত্তরাঞ্চলে দখল করে নেয়।তাদের সহায়তা দেয় আরো কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। এরপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার মুখে জাতিসংঘ মালিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে। সেখানে বহুসংখ্যক ফরাসি সেনা রয়েছে।
বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com