শিরোনাম
মিশরের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১৯:১০
মিশরের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিশর রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আর ক্লার্ক কুপার। সোমবার (১৮নভেম্বর) দুবাই এয়ার শোতে অংশ নিয়ে তিনি এ হুমকি দেন। খবর রয়টার্সের।


কুপার বলেন, মিসর যদি রাশিয়ার সাথে করা চুক্তি বাতিল বাতিল না করে তবে ভবিষ্যতে কায়রোর কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করে দিতে পারে ওয়াশিংটন।


মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশরকে সতর্ক করে বলেন, মিশর রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনলে এটা তাদের নিষেধাজ্ঞার ঝুঁকিতে ফেলবে আর তাদের ভবিষ্যতে কোনো কিছু কেনা বাতিল হওয়ারও ঝুঁকিতে ফেলবে। কায়রো ভালোভাবেই এসব জানে।


যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্ব থাকার পরও চলতি বছরের শুরুতে রাশিয়ার কাছ থেকে ২০টিরও বেশি এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে মিসর। এ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ওয়াশিংটন।
তবে এ বিষয়ে এখনো মুখ খুলেনি মিশর।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com