শিরোনাম
ইসলামিক জিহাদের নতুন ক্ষেপণাস্ত্রে বিস্মিত ইসরাইল
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:৫৮
ইসলামিক জিহাদের নতুন ক্ষেপণাস্ত্রে বিস্মিত ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের শসস্ত্র প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের নতুন ক্ষেপণাস্ত্রে বিস্ময় প্রকাশ করেছে ইসরাইল। শুক্রবার (১৫নভেম্বর) ইসরাইলে নতুন ধরনের ক্ষেপণাস্ত্রনিক্ষেপ করেছে ইসলামিক জিহাদ। এসব ক্ষেপণাস্ত্র মুখে তিনশ কিলোগ্রাম বিস্ফোরক ধারন করতে সক্ষম, যা হামলার স্থলে বড় ধরনের ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। খবর ফার্স নিউজের।


টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসলামিক জিহাদের আগের ক্ষেপণাস্ত্রের চেয়ে নতুন ক্ষেপণাস্ত্র অনেক বেশি বিস্ফোরক বহন করতে পারে।গাজার উপকণ্ঠে ইসরাইলি ভূখণ্ডের মধ্যে একটি খোলা মাঠে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি জিহাদ। ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার পর ১৬ মিটার ব্যাসের ও দুই মিটার গভীর একটি গর্ত তৈরি করেছে।


আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, রকেটের এই আকার দেখে ইসরাইল বিস্মীত হয়েছে। ইরানি প্রকৌশলীদের সহায়তায় স্থানীয়ভাবে এসব রকেট তৈরি করা হয়েছে।প্রযুক্তির কোনো কোনো দিক থেকে প্রতিরোধ আন্দোলন হামাসকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে ইসলামিক জিহাদ।


লেবাননের হিজবুল্লাহরও একই ধরনের রকেট রয়েছে। যা ইসরাইলের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় সক্ষম।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com