শিরোনাম
ইসলামি জিহাদের রকেট হামলায় আতঙ্কিত ইসরাইল
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ১৫:৫২
ইসলামি জিহাদের রকেট হামলায় আতঙ্কিত ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের শসস্ত্র ইসলামি সংগঠন ইসলামি জিহাদের অন্যতম শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আতাকে হত্যার পর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইসলামি জিহাদ।


ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ রকেট প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় ১৩ জন ইসরাইলি নাগরিক আহত এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরাইল। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


মঙ্গলবার গাজা থেকে এখন পর্যন্ত ১৬০টি রকেট ছোড়া হয়েছে ইসরাইলে। তবে এতগুলো রটেক ছুড়ার পরও ফিলিস্তিনী সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোর জোট আল কুদুস বিগ্রেডহুঁশিয়ারি দিয়ে বলেছে, শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আতা’র হত্যার বদলা নেয়া এখনো শুরু হয়নি।


এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ইসরাইলি বাহিনী ইসলামি জিহাদের প্রভাবশালী কমান্ডার বাহা’র বাড়িতে বোমা হামলা চালায়। এতে বাহা এবং তার স্ত্রী নিহত এবং তাদের দুই সন্তানসহ তিন জন আহত হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com