শিরোনাম
নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ১৬:১৭
নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আরব সাগরে ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানী নৌবাহনী। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখঁতভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছেন পাক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।


তিনি বলেন, পাকিস্তানী নৌবাহিনী শত্রুর যে কোনো বিদ্বেষী তৎপরতা মোকাবেলার ক্ষমতা রাখে। মাতৃভূমি রক্ষায় তারা সবসময় প্রস্তুত। এসময় তিনি ক্ষেপণাস্ত্রটি নির্মাণ থেকে পরীক্ষা পর্যন্ত সকল পর্যায় সুন্দরভাবে সম্পন্ন করায় বিজ্ঞানী, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি বলেন, নয়া ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৭০০ কিলোমিটার এবং সাগর শত্রুর জাহাজ ধ্বংসের লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com