শিরোনাম
ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে হামাস
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৯, ২০:০১
ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। রবিবার (৩ নভেম্বর) বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস যোদ্ধাদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়। খবর ফার্স নিউজের।


এদিকে ইসরাইলি পত্রিকা ডেইলি জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামাস যোদ্ধারা ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করতে পারেনি। তারা যখন গুলিবর্ষণ করে তখন ড্রোনটি ওই এলাকা ছেড়ে চলে যায়।


এর আগেও হামাস ইসরাইলের বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া, কয়েকটি ড্রোন প্রযুক্তিগত কারণে গাজা উপত্যকার ওপর বিধ্বস্ত হয়েছে।


এর আগে শুক্রবার ইসরাইলি জঙ্গিবিমান গাজার খান ইউনুস শহরে হামলা চালায়। ওই হামলায় ২৭ বছর বয়সী এক তরুণ নিহত এবং দু'জন আহত হয়েছেন।


ইসরাইল দাবি করেছে, গাজা উপত্যকায থেকে দশটি রকেট নিক্ষেপ করার জবাবে বিমান হামলা চালানো হযয়েছে। ইসরাইলি হামলার পর হামাসের শীর্ষ পর্যায়ের এক নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিবকে এর পরিণতি ভোগ করতে হবে।


বিবার্তা/আবাদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com