শিরোনাম
সিরিয়ার ‘রাস আল আইন’ শহর থেকে পালিয়েছে কুর্দিরা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ২০:১৯
সিরিয়ার ‘রাস আল আইন’ শহর থেকে পালিয়েছে কুর্দিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের সামরিক অভিযানের ভয়ে উত্তর সিরিয়ায় রাস আল আইন শহর থেকে পালিয়েছে কুর্দি বিদ্রোহীরা।


কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কুর্দি যোদ্ধাদের রাস আল আইন শহর থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। শহরটি ছেড়ে দেয়ার পর তুর্কি বাহিনী ও এর মিত্রদের কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে।


কুর্দি বিদ্রোহীদের শহরটি ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার বিকালে ৮৬টি গাড়ির একটি বহর নিয়ে কুর্দি এসডিএফ বিদ্রোহীরা শহরটি ত্যাগ করেছে।তুরস্কের বাহিনীগুলো ও তাদের সমর্থিত সিরীয় বিদ্রোহীরা প্রায় চারদিক থেকে শহরটি ঘিরে রেখেছে।


কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর দিকেই সীমান্তবর্তী শহর রাস আল আইন নিয়ন্ত্রণে নিয়েছিল তুরস্ক।


প্রসঙ্গত, তুরস্ক সিরিয়ার ভেতরে ৩২ কিলোমিটার এলাকায় নিরাপদ অঞ্চল গঠন করতে চাইছে, যেখানে তুরস্কে অবস্থানরত ২০ লাখ সিরীয় উদ্বাস্তুকে পুনর্বাসন করবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com