শিরোনাম
সিরিয়ায় তুরস্কের অভিযান: নিহত ১৬
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ১৮:৫৭
সিরিয়ায় তুরস্কের অভিযান: নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে তুর্কি সেনারা। তুর্কি সেনাদের ভয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ওই এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। খবর এএফপি’র।


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান বুধবার (৯ অক্টোবর) অভিযানের ঘোষণা দেয়ার পরপরই সীমান্ত বরাবর কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় তুর্কি সেনারা।


ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ (এসওএইচআর) জানায়, তুরস্কের অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর ১৬ সদস্য নিহত হয়েছে। তেল আবাদ নগরীর কাছে ব্যাপক সংর্ঘষ হয়েছে।


তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী এ পর্যন্ত কুর্দি ‘সন্ত্রাসী গ্রুপের’ ১৮১ অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার পর এখন স্থল অভিযান শুরু করেছে সেনারা।


তুরস্কপন্থী সিরিয়ান মিলিট্যান্ট গ্রুপের এক মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ায় তুরস্কের বিশেষ বাহিনী ও সাঁজোয়া গাড়ি বহর ঢুকে পড়েছে।বিমান হামলার পর এখন স্থল অভিযান শুরু হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com