শিরোনাম
আফগানিস্তানে রক্তাক্ত বিয়ের অনুষ্ঠান, নিহত ৩৫
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৭
আফগানিস্তানে রক্তাক্ত বিয়ের অনুষ্ঠান, নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সরকারি বাহিনীর হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে অন্তত ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন।


সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


রয়টার্স বলছে, তালেবান জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দেয়- এমন একটি বাড়িতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে আফগান নিরাপত্তাবাহিনী। ভবনের পাশে একটি বিয়ের অনুষ্ঠানস্থলও নিরাপত্তাবাহিনীর টার্গেটে পরিণত হয়।


হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আত্তাউল্লাহ আফগান বলেন, হামলায় ৩৫ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হন। মুসা কালা জেলার খাকসর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হতাহতরা। এ সময় হঠাৎ বিয়ের এই অনুষ্ঠানস্থল হামলার মুখে পড়ে।


প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল মজিদ আখুন্দ জাদাহ বলেন, হামলায় ৪০ জন নিহত হয়েছেন; তাদের সবাই বেসামরিক নাগরিক।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com