শিরোনাম
হোয়াইট হাউসের কাছেই গুলি, নিহত ১
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩০
হোয়াইট হাউসের কাছেই গুলি, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়াশিংটন ডিসির রাস্তায় (হোয়াইট হাউসের কাছে) গোলাগুলিতে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে হোয়াইট হাউস থেকে তিন কিলোমিটার দূরে কলাম্বিয়া হাইটসে এ ঘটনা ঘটেছে।


এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি কিংবা কী কারণে গোলাগুলি হয়েছে সেটাও পরিষ্কারভাবে জানা সম্ভব হয়নি।


মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট এমেরম্যান বলেন, সচারচর গোলাগুলির ঘটনা যে রকম হয়; এটা তেমন ঘটনা ছিল না।


তিনি বলেন, ফোরটিনথ স্ট্রিট ও কলাম্বিয়া রোডের ক্রসিংয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনের উঠানের বাইরে গোলাগুলি হয়েছে। গোলাগুলির কারণ খুঁজতে গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন।


আহত সবাই প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হলেও সবাই প্রাণে বেঁচে যাবেন বলে আশা প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা।


এমেরম্যান বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছেন গোয়েন্দারা।


এছাড়া রোড আইল্যান্ড এনইতে দ্বিতীয় এক গোলাগুলিতে তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে এক ব্যক্তি অচেতন অবস্থায় রয়েছেন। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com