শিরোনাম
আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১০
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৬
আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১০
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কালাত নগরীতে গোয়েন্দা সেবা সংস্থার একটি ভবনে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮৫ জন।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জাবুলের কালাতে এনডিএস ভবনে এ ঘটনা ঘটে। জাবুল প্রদেশের গভর্নর এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি এ হামলায় দায় স্বীকার করেছেন।


রাহমাতুল্লাহ ইয়ারমাল বলেন, সকালে জাবুলের কালাতে এনডিএস ভবন লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। সেখানে অবস্থিত জাবুলের আঞ্চলিক হাসপাতালও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’


কারী ইউসুফ আহমাদি জানান, জাতীয় নিরাপত্তা অধিদফতর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গ্রীষ্মকালীন যুদ্ধের সমাপ্তি ঘোষণার আগে সহিংসতা জোরদারের অংশ হিসেবে দেশব্যাপী তালেবানের বোমা হামলার সর্বশেষ জাবুলের এ বিস্ফোরণ।


তালেবানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে প্রায় এক বছর ধরে প্রচেষ্টা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের গোড়ার দিকে হঠাৎ করে এ জঙ্গি গোষ্ঠীর সাথে আলোচনা বন্ধের ঘোষণা দেয়ায় তারা এ হামলা জোরদার করে।


ট্রাম্পের ঘোষণায় বলা হয়, গত সপ্তাহে তালেবানরা তাদের একমাত্র উপায় হিসেবে হামলা আরো বৃদ্ধি করার ঘোষণা দেয়ায় এ জঙ্গি গোষ্ঠীর সাথে আলোচনার সুযোগ শেষ হয়ে গেছে। এতে চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে আরো হামলার আশংকা করা হচ্ছে।


এদিকে সোমবার প্রকাশিত বিবিসির তদন্ত প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে আফগানিস্তানে প্রতিদিন গড়ে ৭৪ জন নিহত হয়েছে। মাসটিতে ৬১১টি ঘটনায় দুই হাজার ৩০৭ জনের প্রাণহানি হয়। সূত্র: এএফপি।


বিবার্তা/এরশাদ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com