
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কিছু করা উচিত। কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত হলে তা পরমাণু যুদ্ধে গড়াবে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। খবর ডনের।
ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে বেশি দিন আমরা চুপ থাকব না। তা ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত বিষয়টি সমাধান করতে না পারলে আমাদের কাছে যুদ্ধ বিকল্প কিছু থাকবে না।
তিনি বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু ক্ষমতাধর। তাই পরমাণু যুদ্ধ বাধলে গোটা বিশ্বে এর খারাপ প্রভাব পড়বে। জাতিসংঘ থেকে শুরু করে চীন, রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোকে বছরের পর বছর ধরে পাকিস্তান কাশ্মীর সংকটের সমাধানের জন্য অনুরোধ করে আসছে।
পাক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়ে ভারতে সেখানে স্বৈরশাসন চালাচ্ছে। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কিছু করা উচিত। কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত হলে তা পরমাণু যুদ্ধে গড়াবে।
বিবার্তা/রবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]