
ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি হয়েছে। এতে ভারতের এক সেনা নিহত হয়েছে। ভারতে তরফ থেকে দাবি করা হয়েছে , আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (২৩ আগস্ট) কাশ্মীরের রাজৌরি সেক্টরে হঠাৎ করেই গোলাগুলি শুরু করে পাক সেনাবাহিনী। পরে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। দুই পক্ষের গোলাগুলিতে ভারতের এক জওয়ান নিহত হয়েছে। ওই জওয়ানের নাম নায়েক রাজীব থাপা, বয়স ৩৪ বছর।
এদিকে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। ওই সেনার পরিবার জলপাইগুড়িতে থাকে। তার স্ত্রী তার মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী।
ভারত জানিয়েছে, তিনি প্রকৃত পক্ষেই একজন বীর ছিলেন। দেশের প্রতি তার দায়িত্ব-কর্তব্য ছিল অতুলনীয়। তার এ আত্মত্যাগ দেশবাসীর কাছে উদাহরণ হয়ে থাকবে।
গত এক সপ্তাহে ওই সেনাসহ এ পর্যন্ত তিন সেনা পাক বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এছাড়া আরও এক বেসামরিকও নিহত হয়েছেন।
বিবার্তা/রবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]