শিরোনাম
চিদম্বরমকে গ্রেফতার করায় ক্ষুব্ধ মমতা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৫:৪৫
চিদম্বরমকে গ্রেফতার করায় ক্ষুব্ধ মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের সাবেক স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা অত্যন্ত ক্ষুব্ধ।


কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে দিল্লিতে কংগ্রেস নেতা চিদম্বরমের বাড়ি থেকে তাকে নাটকীয় ভাবে তুলে নিয়ে যায়।


শুক্রবার সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদনের রায় বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করা হলেও সিবিআই শোনেনি। অফিসারেরা চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেট খুলে তাকে বের করে গাড়িতে তুলে নিয়ে চলে যান।


বৃহস্পতিবার (২২ আগস্ট) কয়েক ঘণ্টা জেরার পর দুপুরে তাকে বিশেষ আদালতে হাজির করিয়ে আরো জেরার জন্য পাঁচ দিনের হেফাজতে চায় সিবিআই। সন্ধ্যায় সিবিআই আদালত সেই আর্জি মঞ্জুর করে।


কংগ্রেস বলছে, চিদম্বরম বিজেপি শাসনে ভারতের অর্থনৈতিক সঙ্কটের কথা বলায় এভাবে তার কণ্ঠরোধ করা হচ্ছে।


বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আইনি বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু একজন বর্ষীয়ান সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করার পদ্ধতি ‘‘ভেরি স্যাড অ্যান্ড ব্যাড।"সূত্র: ভয়েস অফ আমেরিকা


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com