শিরোনাম
উগান্ডায় তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ২০
প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১০:২৪
উগান্ডায় তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফ্রিকার দেশ উগান্ডায় তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। হতাহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।


সোমবার (১৯ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় রুবরিজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএন, আলজাজিরার।


কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কেনিয়া থেকে একটি তেলবাহী ট্রাক কঙ্গোতে যাচ্ছিল। পথে কিয়াম্বুরা বাণিজ্যিক এলাকায় নিয়ন্ত্রণ হারান ট্রাকচালক। এ সময় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে গিয়ে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের বিভিন্ন দোকানে। পুড়ে যায় ওই পথ দিয়ে যাওয়া বেশ কিছু মোটরসাইকেল আর অন্যান্য যানবাহন। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।


উদ্ধারকারী দলের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় দুটি গাড়ি ছাড়াও আশপাশের দোকানপাট ও একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।


তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। তাছাড়া হতাহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


কিছুদিন আগেই আফ্রিকার আরেক দেশ তানজানিয়ায় পেট্রোলের ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে প্রায় ৯০ জনের মৃত্যু হয়।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com