শিরোনাম
ভারতের লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে শুরু
প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ২০:৫৭
ভারতের লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় লোকসভার ৫৪৩টি আসনে ভোটের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এবার ৭ দফায় অনুষ্ঠিত হবে ভোট। এর মধ্যে ১১ এপ্রিল প্রথম দফা নির্বাচন হবে। সর্বশেষ ভোট হবে ১৯ মে। আর এ ভোটের গণনা শুরু হবে ২৩ মে।


রবিবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা এ তফসিল ঘোষণা করেন।


তিনি জানান, এবার প্রথম দফার ভোট হবে ১১ এপ্রিল, দ্বিতীয় দফার ১৮ এপ্রিল, তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফার ভোট ৬ মে, ষষ্ঠ দফার ভোট ১২ মে এবং সপ্তম দফার ভোটগ্রহণ হবে ১৯ মে।


আর সাত দফায় ভোটগ্রহণের পর ২৩ মে ভোটগণনা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার সুনীল। তিনি বলেন, আবহাওয়া, ধর্মীয় উৎসব ও পাবলিক পরীক্ষার কথা মাথায় রেখে নির্বাচনের এই তফসিল তৈরি করা হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সাত দফা ভোটের প্রথম দফায় ২০টি রাজ্যের ৯১ আসনে নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৯৭ আসনে, তৃতীয় দফায় ১৪ রাজ্যের ১১৫ আসনে, চতুর্থ দফায় ৯টি রাজ্যের ৭১ আসনে, পঞ্চম দফায় ৭ রাজ্যের ৫১ আসনে, ষষ্ঠ দফায় ৭ রাজ্যের ৫৯ আসনে এবং সর্বশেষ দফায় ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে।


ভারতের বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩ জুন। এবার লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওডিশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে। এবার ভারতের লোকসভা নির্বাচনে দেশজুড়ে ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com