শিরোনাম
জম্মুর বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় আহত ১৮
প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১৪:০৭
জম্মুর বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় আহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত জম্মুর একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে গ্রেনেড হামলা করা হয়েছে। হামলায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের মধ্যে কোনো আরোহী ছিলেন কি না, তা এখনো জানা যায়নি।


বুধবার বেলা ১২টার দিকে এ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসস্ট্যান্ড ঘিরে রেখে তল্লাশি শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে তারা।


জম্মু-কাশ্মীরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে বাসস্ট্যান্ডেই হামলা করা হয়েছে। তবে পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হামলার পিছনে কোনো জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কি না তা এখনো জানা যায়নি।


এক প্রত্যক্ষদর্শী বলেন, মারাত্মক শব্দে কেঁপে উঠেছিল বাসস্ট্যান্ড। ভেবেছিলাম টায়ার ফাটার শব্দ। পরে বুঝলাম বিস্ফোরণ হয়েছে। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।


পুলওয়ামা হামলার পর থেকেই কাশ্মীরের নানা জায়গায় ভারতীয় সেনাবাহিনী তল্লাশি শুরু করে। সেনা-জঙ্গি সংঘর্ষে কুপওয়ারা, ত্রালসহ বেশ কয়েকটি এলাকা উত্তপ্ত।


এদিকে বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে।


দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। উপত্যকার বাসিন্দা ২০ বছরের আদিল আহমেদ দারের মাধ্যমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা। তাতে ৪০ জন জওয়ান প্রাণ হারান। এরই মাঝে আবারো বুধবার সকালে জম্মুর বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলার ঘটনা ঘটলো।সূত্র: আনন্দবাজার


বিবার্তা/মাইকেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com