নির্মাণ কাজের সময় মিললো মুঘল আমলের ৪০০ মুদ্রা
প্রকাশ : ২৩ মে ২০২৩, ১১:৫১
নির্মাণ কাজের সময় মিললো মুঘল আমলের ৪০০ মুদ্রা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মন্দিরে নির্মাণ কাজের সময় ভারতের উত্তরপ্রদেশে মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা পাওয়া গেছে। দেয়াল তোলার জন্য মাটি খুঁড়তে গিয়ে একপর্যায়ে শ্রমিকরা মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা খুঁজে পান।


ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুরের নানৌতা এলাকার একটি মন্দিরে নির্মাণ কাজের সময় মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা পাওয়া গেছে বলে সোমবার পুলিশ জানিয়েছে।


পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানিয়েছেন, গত রোববার রাতে এখানকার হুসেনপুর গ্রামের সতীধাম মন্দিরে সীমানা প্রাচীর তৈরির জন্য মাটি খনন করার সময় কয়েকজন শ্রমিক এসব মুদ্রার সন্ধান পান।


তিনি আরও জানান, মুঘল আমলের মুদ্রা আবিষ্কারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মুদ্রাগুলো নিজেদের হেফাজতে নেয়।


সাগর জৈন বলেন, উদ্ধারকৃত এসব মুদ্রার ওপরে আরবি ভাষায় কিছু লেখা রয়েছে। এই ধরনের মুদ্রা মুঘল আমলেই ব্যবহৃত হতো।


ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ মুদ্রাগুলো পরীক্ষা করবে এবং এগুলো তৈরিতে কোন ধরনের ধাতু ব্যবহার করা হয়েছিল সেটিও খুঁজে বের করবে বলে জানিয়েছেন এই পুলিশ সুপার।


বিবার্তা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com