
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এর আগের দিন বুধবার আক্রান্ত হয়েছিলেন ৩২ জন। এই নিয়ে চলতি মাসের ১৩ দিনে মোট মৃত্যু হয়েছে ৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩২৮ জন। এর আগের মাস মে’তে আক্রান্ত হয়েছিলেন ৬৪৪ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের।
১৩ জুন, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৪৬ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৮৩ জন এবং ঢাকার বাইরে ছিলেন ৬৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।
আর এই সময়ে সারা দেশে মোট ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছরে মোট ২ হাজার ৯৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮১ জন। এরমধ্যে এক হাজার ৯১৯ জন পুরুষ এবং এক হাজার ২৬২ জন নারী। আর এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ১৯ জন মহিলা রয়েছেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]