শিরোনাম
৪ অক্টোবর থেকে ঢাকা বিভাগে জরায়ুমুখ ক্যান্সারের টিকা শুরু
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১২:০০
৪ অক্টোবর থেকে ঢাকা বিভাগে জরায়ুমুখ ক্যান্সারের টিকা শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীসহ ঢাকা বিভাগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু হচ্ছে ৪ অক্টোবর থেকে।


রবিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সূত্রে এ তথ্য জানানো গেছে।


অধিদফতর বলছে, এই মাস (অক্টোবর) থেকে ঢাকা বিভাগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ শুরু হতে যাচ্ছে। রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে আগামী ৪ অক্টোবর এ টিকাদান কর্মসূচির উদ্বোধন হবে। এছাড়া রাজধানীর বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।


জানা গেছে, এই এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রশিক্ষণ কার্যক্রমের শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল (৩০ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিউমান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাক্সিনেশন সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফরিদুল ইসলাম।


প্রসঙ্গত, হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা, যা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে। বাংলাদেশ সরকারের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম- ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা বিনামূল্যে দেওয়া হবে।


এর আগে গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্কুল থেকে কিশোরীদের তথ্য নেওয়া হয়।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com