শিরোনাম
এক বছরে এইডসে ২৬৬ জনের মৃত্যু
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:২০
এক বছরে এইডসে ২৬৬ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এক বছরে এইচআইভি (হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সংক্রমণ থেকে সৃষ্ট এইডসে ২৬৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতের।


২৭ ডিসেম্বর, বুধবার এইডস দিবস উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর জানায়, এ বছর এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৬ জন। মৃত্যু হয়েছে ২৬৬ জনের। আর ২০২২ সালে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৪৭ জন, আর মৃত্যু হয়েছিল ২৩২ জনের।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এইচআইভিতে আক্রান্তদের মধ্যে পুরুষ ৭৫ শতাংশ, নারী ২৪ শতাংশ ও তৃতীয় লিঙ্গ ১ শতাংশ। দেশে এ পর্যন্ত ১০ হাজার ৯৮৪ জনের শরীরের এইচআইভি ভাইরাস ধরা পড়েছে, আর এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৮৬ জন।


জানা যায়, এইচআইভি ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী ঢাকায় ৩৪২ জন, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম ২৪৬ জন। এরপর রাজশাহীতে ১৭৫ জন, খুলনায় ১৪১ জন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৭৯ জন, ময়মনসিংহে ৪০ জন, রংপুরে ৩৪ জন ও সিলেটে ৬১ জন এইডস আক্রান্ত হন।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com