ফরিদপুরে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৬
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২২
ফরিদপুরে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন এক নারী ও এক পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ২৪৬ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী হাসপাতালে ৬০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।


১০ সেপ্টেম্বর, রবিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।


ডেঙ্গুতে আক্রান্ত মৃতরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চিতার বাজার এলাকার ২৫ বছর বয়সী নাসরিন ও সালথা উপজেলার নোকলহাটি গ্রামের ইউনুচ শেখের ছেলে শামসুল শেখ (৩০)।


ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, গত ৯ সেপ্টম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার সময় নাসরিন নামের এক রোগী হাসপাতালটিতে ভর্তি হওয়ার আড়াই ঘণ্টা পরে তিনি মারা যায়।


এছাড়া একই দিন সন্ধ্যা ৭টার দিকে সালথা উপজেলার শামসুল শেখ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার এবং সাড়ে ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার সময় সে মারা যায়।


তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালটিতে ১০৪ জন নতুন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালটিতে ২৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালটিতে সিট সংকটে ফ্লোরে ও বারান্দায় রোগী ভর্তি রয়েছে।


ফরিদপুরের সিভিল সার্জন সূত্রে জানা যায়, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় অদ্যাবধি ১৮ জন ডেঙ্গু রোগী মারা গেছে। এবছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৭৩৯জন। এর মধ্যে ৬ হাজার ১১৮ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।


বিবার্তা/রিয়াদ/এমজে


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com