শিরোনাম
রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১৮:০০
রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে শুধু জুলাই মাসেই প্রাণ গেলো ১৮০ জনের। সরকারি হিসাবে এ সময় ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৭২৪ জন।


২৮ জুলাই, শুক্রবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মুগদা হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১২৯ জন। সবমিলিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৯৫। তাদের মধ্যে ১১৬ জনই শিশু।


এছাড়া, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ৮৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে, সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৭ জন। রোগীর চাপ বাড়ছে হাসপাতালে, সবমিলিয়ে ৩৩৯ রোগীর চিকিৎসা চলছে সেখানে। সেই সাথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ১৮৪ রোগী।


এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৪২ হাজার ৭০২ জন ডেঙ্গু আক্রান্ত হন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৪ জনই রাজধানীর বাসিন্দা। অবশ্য বাস্তবে যে সংখ্যা আরও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসময় সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৪ হাজার ১০ জন। এ বছর যারা মারা গেছেন তাদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ৩৫ এর মধ্যে।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com