ওষুধ-কসমেটিকস বিল সাব কমিটি গঠন
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৭:১৭
ওষুধ-কসমেটিকস বিল সাব কমিটি গঠন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘ওষুধ ও কসমেটিকস বিল ২০২৩’ নিয়ে সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের জন্য আ.ফ.ম রুহুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের সাব কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।


২৪ মে, বুধবার সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম সভা অনুষ্ঠিত হয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগ্রি আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।


সভায় ‘ওষুধ ও কসমেটিকস বিল, ২০২৩’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিলটি সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়। ওই সাব কমিটির আহ্বায়ক আ.ফ.ম রুহুল হক এবং সদস্য মো. আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর।


বৈঠকে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রিয়াদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com