
নীতিমালা না মেনে যে সব বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলোর অনুমোদন বাতিলসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। একইসঙ্গে আগামী ৩০ মের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৩১ মে সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে সংগঠনটি।
২১ মে, রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের লিগ্যাল এডভাইজার হোসাইন আহমেদ শিপন। তিনি বলেন, বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৮০ শতাংশের নিজস্ব হাসপাতাল নেই। এমনকি কোনো হাসপাতালে সাথে আইনগত চুক্তিভিত্তিক পার্টনারশিপও নেই। এসব প্রতিষ্ঠানে অবকাঠামো (একাডেমিক ভবন, হোস্টেল), দক্ষ জনবল (শিক্ষক, অফিস স্টাফ), শিক্ষা উপকরণ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের হাসপাতালসহ নার্সিং শিক্ষার প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ন্যূনতম ব্যবস্থাও নেই। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতিতে অনেক গলদ রয়েছে।
দুর্নীতির ও স্বজনপ্রীতির অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের কিছু কর্মকর্তার ইচ্ছা অনুযায়ী পছন্দের ব্যক্তির নামে এসব বেসরকারি নার্সিং কলেজের অনুমোদন দিয়ে আসছেন। ভুঁইফোঁড় প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়ে লাখ লাখ টাকা আদায় করছে একটি সিন্ডিকেট। এই কাউন্সিলের অধীনে সারাদেশে ৩৭২টি বেসরকারি নার্সিং কলেজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে অবৈধভাবে শতাধিক নার্সিং কলেজের নিবন্ধন নিয়েছেন সাইক নার্সিং কলেজের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া এবং ডিডব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। এই দুইজনের নামেই নিবন্ধন নেওয়া রয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের। এর মধ্যে আবু হাসনাত ৪৪টি ও জহিরের ১৫টি রয়েছে। এ প্রতিষ্ঠানগুলো দ্রুত সময়ে নিবন্ধন বাতিল করা হোক।
সংবাদ সম্মেলনে পেশ করা অন্য দাবিগুলো মধ্যে রয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 'ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের' ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল করে এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করা। গ্র্যাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা ক্যাডার) অনতিবিলম্বে চালু করা এবং প্রথম শ্রেণির শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা।
এছাড়া সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা অনতিবিলম্বে নিশ্চিত করা এবং অন্যান্য টেকনিক্যাল পেশাজীবীদের মতো পূর্বে প্রদানকৃত চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল রাখা। নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানানো হয়।
এসব দাবি আগামী ৩০ মে এর মধ্যে মানা না হলে পরদিন ৩১ মে সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে নার্সদের জাতীয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএনএ সভাপতি খাঁন মো. গোলাম মোরশেদ। এতে অন্যদের মধ্যে ছিলেন স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন সবুজ, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি নাসিমুল হক ইমরান, ঢাকা নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাকিবুল হোসেন রাকিব প্রমুখ।
বিবার্তা/রিয়াদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]