
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ০১ এপ্রিল, শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বিধি মোতাবেক এ নিয়োগ প্রদান করেছেন।
এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার গণমাধ্যমকে জামান, আজকে অধ্যাপক ডা. হাফিজুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তাকে নিয়োগ প্রদান করেছেন।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান।
বিবার্তা/রিয়াদ/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]