শিরোনাম
করোনার টিকা নিয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার মানুষ
প্রকাশ : ০৩ মার্চ ২০২১, ২২:৪৬
করোনার টিকা নিয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার মানুষ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে এ পর্যন্ত ৪৬ লাখ ৫৫ হাজার ৪৬৪ জন মানুষ করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২২ লাখ ২১ হাজার ২৬৯ জন পুরুষ এবং ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ জন নারী।


বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭০ হাজার ৯১৪ এবং নারী ৪৭ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১০ লাখ ৬৯ হাজার ৩৯১ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫ লাখ ১৮ হাজার ৮০৭, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪৬ হাজার ৯৮৫, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ৪৮ হাজার ৭৪৯, রাজশাহী বিভাগে ৩ লাখ ৭৭ হাজার ৬৪১, রংপুর বিভাগে ৩ লাখ ১৪ হাজার ৭৩৫, খুলনা বিভাগে ৪ লাখ ৩৫ হাজার ৪৮৫, বরিশাল বিভাগে ১ লাখ ৬০ হাজার ৭৭১ এবং সিলেট বিভাগে ২ লাখ ৬ হাজার ৪০২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com