শিরোনাম
টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন মানুষ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১
টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন মানুষ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে এখন পর্যন্ত ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৪৮৯ জন এবং নারী ৬৮ হাজার ৯৫০ জন।


বিজ্ঞপ্তিতে বিভাগ অনুসারে টিকাদানের তথ্য দিয়ে বলা হয়, ঢাকা বিভাগে ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ৮৩৮ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ৯৪১ জন ও সিলেট বিভাগে ৮ হাজার ২৮৮ জন টিকা নিয়েছেন।


বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) মোট টিকা নিয়েছিলেন এক লাখ ৮১ হাজার ৯৮৫ জন। এদের মধ্যে ৩৯ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তাদের মধ্যে পুরুষ ছিলেন এক লাখ ১২ হাজার ৯৯ জন ও নারী ছিলেন ৬৯ হাজার ৮৮৬ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com