শিরোনাম
শুধু মুসলমানদের জন্য বাংলাদেশ রাষ্ট্র বানানো হয়নি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১৩:২৭
শুধু মুসলমানদের জন্য বাংলাদেশ রাষ্ট্র বানানো হয়নি
সংগৃহীত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শুধু মুসলমানদের জন্য বাংলাদেশ রাষ্ট্র বানানো হয়নি। মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্র বানানোর পর ২৪ বছরের অভিজ্ঞতা বলে সেটি রাষ্ট্র হিসেবে কার্যকর থাকে না। ধর্ম রাষ্ট্র ইসরায়েল অভ্যন্তরীনভাবে শক্তিশালী হলেও গোটা মধ্যপ্রাচ্যে এটি একটি স্থায়ী অস্থিতিশীলতা তৈরি করে রেখেছে। রাষ্ট্র কার্যকর না হবার আলাপটি ভিন্ন বলে এখানে বিস্তারিত বলছি না।


কথা হচ্ছে, বাঙালির ২৪ বছরের সংগ্রাম মুসলমানদের জন্য আরেকটি পাকিস্তান বানানোর সংগ্রাম ছিলো না। সব ধর্মের মানুষের একসঙ্গে বাস করার আয়োজন ছিলো স্বাধীন বাংলাদেশ। সব নাগরিক বাংলাদেশে সমান। সে ক্ষুদ্র জাতিসত্তার একজন হোক, হরিজন হোক আর সৈয়দ বংশের মুসলমান হোক।


সুতরাং, এটি একটি মীমাংসিত বিষয়। ধর্মের জন্য বাংলাদেশ রাষ্ট্রে কেউ কারো উপর আধিপত্য খাটাতে পারবে না। এখানে সব ধর্মের মানুষের একসঙ্গে থাকার বন্দোবস্তের বিরুদ্ধে যে দাঁড়াবে সে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু। তার সেই শাস্তি ভোগ করতে হবে। লাউড এন্ড ক্লিয়ার।


(গাজী নাসিরউদ্দিন আহমেদের ফেসবুক থেকে)


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com