
৪ঠা জানুয়ারী ছাত্রলীগের জন্মদিন।শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ। জন্মের পর থেকে অদ্যাবদি এদেশের প্রতিটি অর্জনের পিছনে প্রাণপ্রিয় এ সংগঠনের ভুমিকা অপরিসীম। আমাদের কৈশোর এবং যৌবনে এ সংগঠনের প্রতি গভীর প্রেম এবং আবেগ আমাদের বার বার টেনে নিয়েছে ৭৫ -এর খুনী এবং স্বৈরচার- রাজাকার বিরোধী আন্দোলন সংগ্রামের রক্তাক্ত রাজপথে।
এ ছাত্রলীগ আমাদের দেশপ্রেম শিখিয়েছে, আত্নীয় অনাত্নীয় নির্বিশেষে মানুষকে ভালবাসতে শিখিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে, দুর্গত মানুষের পাশে অকাতরে দাঁড়াতে শিখিয়েছে, সর্বোপরি মানুষের মত মানুষ হয়ে মাথা উঁচু করে সমাজে চলতে শিখিয়েছে।
বয়সের কারনে মুক্তিযুদ্ধে যেতে না পারলেও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার সংগ্রামে আমাদের সামিল করেছে এই ছাত্রলীগ। আমাদের জীবনের উন্মুক্ত পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ এবং তার প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় ছাত্রলীগ।
(আলাউদ্দিন আহমেদ চৌধুরী’র ফেসবুক থেকে)
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]