শিরোনাম
সোনার দাম বাড়লো
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ২১:৫৩
সোনার দাম বাড়লো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফের বাড়লো সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়িয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (৬ আগস্ট) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা।


সোমবার (৫ আগস্ট) বাজুস সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে।


গত ২৪ জুলাই থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছিলো ৫৩ হাজার ৩৬২ টাকায়। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম।


বাজুস জানায়, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ৫২ হাজার ১৯৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ১৮০ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত (প্রতি ভরি ২৭ হাজার ৫৮৫ টাকা) থাকবে। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম পড়বে ১ হাজার ৫০ টাকা। ২৩ ক্যারেট প্লাটিনাম আগের দামে অর্থাৎ ভরিপ্রতি ৬৫ হাজার ২৬ টাকায় বিক্রি হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com