শিরোনাম
স্যানিটারি ন্যাপকিনের কাঁচামালের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার
প্রকাশ : ০২ জুলাই ২০১৯, ১০:১০
স্যানিটারি ন্যাপকিনের কাঁচামালের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার
বাণিজ্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানির ওপর থেকে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।


অর্থ মন্ত্রণালয় থেকে রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এই প্রজ্ঞাপন অনুযায়ী এ বছর স্যানিটারি ন্যাপকিন, প্যাডে নতুন করে কোনে ভ্যাট আরোপ করা হচ্ছে না। গত বছরের ১৫ শতাংশ ভ্যাটই বহাল থাকছে।


এ বছর স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে ৪০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর সঙ্গে আগের মূল্য সংযোজন কর ১৫ শতাংশ রয়েছে। প্যাড তৈরির কাঁচামালের ওপর আরো রয়েছে কাস্টমস ডিউটি, অগ্রিম আয়কর, রেগুলেটরি ডিউটি। এসব কারণে স্যানিটারি ন্যাপকিনের দাম পড়ে ১২০-১৬০ টাকা, যা সচ্ছল পরিবারের কাছে স্বাভাবিক হলেও অসচ্ছল পরিবারের কাছে বেশ কষ্টকর।


নতুন (২০১৯-২০) অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের ওপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রতিবাদ।


তারা বলছেন, ভ্যাট মওকুফ করলে প্রতি প্যাকেট স্যানিটারি ন্যাপকিনের দাম ৪০-৪৫ শতাংশ কমানো সম্ভব। এটি নারীদের অতি প্রয়োজনীয় পণ্য হলেও এটাকে বিলাসী পণ্য ধরে পিংক ট্যাক্স আরোপ করা হয়েছে। এটাকে আমাদের সমাজে বিলাস দ্রব্য মনে করা হচ্ছে।


এদিকে স্যানিটারি ন্যাপকিনের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বুধবার রাজধানীর শাহবাগে মানববন্ধনের ডাক দিয়েছেন ফেসবুক অ্যাক্টিভিস্টরা।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com