শিরোনাম
সেই ৫২ ব্র্যান্ডের পণ্য বিক্রি করছে না স্বপ্ন!
প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৭:২০
সেই ৫২ ব্র্যান্ডের পণ্য বিক্রি করছে না স্বপ্ন!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ টি ব্র্যান্ডের পণ্য জব্দ, ধ্বংস ও উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। হাইকোর্ট কিংবা যথাযথ কর্তৃপক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্বপ্ন ঐসব ব্র্যান্ডের পণ্য তার সব আউটলেটে বিক্রি করা বন্ধ রাখছে।


স্বপ্ন-এর নির্বাহী পরিচালক জনাব সাব্বির হাসান নাসির বলেন, বিএসটিআই পরীক্ষায় ৫২ টি ব্রান্ডের পণ্য অকৃতকার্য হওয়ায় মহামান্য হাই কোর্ট- এর নির্দেশ জারি এবং বিএসটিআই এর প্রতিবেদন হাতে পাওয়ার পরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যেকোনো পণ্যের গুণগত মানের ব্যাপারে স্বপ্ন কোনো রকম ঝুঁকি আগেও নেয়নি আর আসছে দিনগুলোতেও নিবে না। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এই ৫২টি ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধ রাখবো। একই সাথে সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করবো বিকল্প ব্রান্ডের পণ্য কেনার জন্য।


বিবার্তা/খলিল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com