
পেট্রোবাংলার বোর্ড রুমে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর আওতায় তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খননের লক্ষ্যে বিজিএফসিএল এবং চাইনিজ প্রতিষ্ঠান CNPC Chuanqing Drilling Engineering Company Ltd. (CCDC) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার (৭ আগস্ট)।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান। অনুষ্ঠানে CNPC Chuanqing Drilling Engineering Company Ltd. (CCDC) এর প্রতিনিধি, পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক, বিজিএফসিএল ও বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিএফসিএল এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন, কোম্পানি সচিব মোঃ মোজাহার আলী, এবং CCDC এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন লি জিয়াওমিং,সিইও, সিসিডিসি।
উল্লেখ্য, দেশের বিরাজমান জ্বালানি ঘাটতি পূরণের লক্ষ্যে ভূ-গর্ভস্থ গভীরতম স্তর হতে গ্যাস অনুসন্ধানের নিমিত্ত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর আওতায় ২টি গভীর অনুসন্ধান কূপ, তিতাস-৩১ ডিপ (৫৬০০ মিটার) এবং বাখরাবাদ-১১ ডিপ (৪৩০০মিটার) এর খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কূপ খনন, ভূমি অধিগ্রহণ ও গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭৯৮.০০ কোটি টাকা যার মধ্যে জিওবি ঋণ ৫৫৮.৬০ কোটি টাকা এবং বিজিএফসিএল এর নিজস্ব অর্থায়ন ২৩৯.৪০ কোটি টাকা। উক্ত প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল জুলাই-২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২০১১-২০১২ সালে বাপেক্স কর্তৃক পরিচালিত ৩ডি সাইসমিক জরিপকৃত ডাটা ২০১৯-২০২০ সালে BGP Inc. China National Petroleum Corporation (CNPC), China দ্বারা পূনঃমূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে এই প্রকল্প গ্রহণ করা হয়। জিওলজিক্যাল এবং জিওফিজিক্যাল তথ্যের উপর ভিত্তি করে প্রস্তুতকৃত Geotechnical Order (GTO) অনুযায়ী তিতাস ফিল্ডের অনাবিষ্কৃত ওভারপ্রেশার জোন এর নিচে Bhuban ও Borail ফরমেশনের ৪টি স্তরকে এবং বাখরাবাদ ফিল্ডের অনাবিষ্কৃত ওভারপ্রেশার জোন এর নিচে Bhuban ও Borail ফরমেশনের ২টি স্তরকে টার্গেট করে ড্রিলিং করা হবে। গভীর কূপদ্বয় খননের মাধ্যমে তিতাস ও বাখরাবাদ ফিল্ডের ৩৭০০-৫৬০০ মিটার ভূ-অভ্যন্তরে গ্যাসের উপস্থিতি, বিস্তৃতি ও গ্যাস রিজার্ভ নিশ্চিত হওয়া যাবে।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত চাইনিজ প্রতিষ্ঠান CNPC Chuanqing Drilling Engineering Company Ltd. (CCDC) বৈদেশিক মুদ্রায় আয়কর ও মূসকসহ মোট ৪৯,৫২০,৮৪৮.৯৫ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৫৯৪.২৫ কোটি টাকা) ব্যয়ে উক্ত কূপদ্বয় খনন করবে।
আলোচ্য কূপদ্বয়ের Reservoir Pressure প্রায় ১৫০০০ পিএসআই এবং Temperature প্রায় ৩৯০ ডিগ্রি ফারেনহাইট যা বাংলাদেশে প্রথম উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার কূপ হবে। ইতঃপূর্বে বাংলাদেশে Overpressure zone এর নিচে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার কূপ খনন করা হয়নি। উক্ত High pressure & High Temperature কূপদ্বয় (তিতাস-৩১ ডিপ এবং বাখরাবাদ-১১ ডিপ) সফলভাবে খনন সম্পন্ন হলে দেশের গ্যাস সেক্টরে এক নতুর দিগন্ত উন্মোচিত হবে এবং বর্তমানের গ্যাস রিজার্ভ বৃদ্ধি পাবে।
কূপদ্বয় খনন শেষে তিতাস-৩১ ডিপ কূপ হতে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং বাখরাবাদ-১১ ডিপ কূপ হতে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে মর্মে আশা করা যায়।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) বিরাসার ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]