সারাদেশ
পঞ্চগড়ে
ছাত্রদল কর্মীকে হত্যা: বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২৩:১৮
ছাত্রদল কর্মীকে হত্যা: বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিচারের দাবিতে সহপাঠী, সাবেক বিপিয়ানসহ পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


৭ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় যান শিক্ষার্থীরা। পরে দুপুর ১২ টা পর্যন্ত চৌরঙ্গী মোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় উই ওয়ান্ট জাস্টিস, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।


এদিকে, সড়ক অবরোধে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের দুইপাশে শতাধিক যানবাহন আটকে পরে।


পরে ঘটনাস্থলে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান সহ পুলিশের কর্মকর্তারা আন্দোলনকারীদের কাছে যান। পরে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, এঘটনায় পঞ্চগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন ঝুনু (২৪) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রকৃত আসামীদের দ্রুত গ্রেপ্তারে আশস্ত করলে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। পরে যানচলাচল স্বাভাবিক হয়।


এদিকে, বৃহস্পতিবার সকালে জয়ের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।


এর আগে, বুধবার রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় পঞ্চগড় পৌরসভার দুই নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য জাবেদ উমর জয়কে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করেন শহরের নতুন বস্তি এলাকার বাসিন্দা ফারাজ ইসলাম আল আমিন। পরে হাসপাতালে নেয়ার হলে রংপুরে স্থানান্তরিত করা হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com