সারাদেশ
টুঙ্গিপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর অটোভ্যান চুরি, পাশে দাঁড়ালেন ইউএনও
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২৩:১২
টুঙ্গিপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর অটোভ্যান চুরি, পাশে দাঁড়ালেন ইউএনও
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী মাসুম শেখ জীবিকার একমাত্র অবলম্বন অটোভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। তবে পাশে দাঁড়িয়েছেন টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। ইউএনওর উদ্যোগেই মাসুম আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন।


জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মাসুম শেখ (৩০) পিতৃহীন। মা আবেজান বেগমকে নিয়ে ছিল তার ছোট সংসার। এনজিও থেকে ঋণ নিয়ে চার বছর আগে একটি অটোভ্যান কেনেন মাসুম। সেই ভ্যান চালিয়েই সংসার চালাতেন তিনি।


কিন্তু গত ৩১ জুলাই রাতে তার বাড়ি থেকে চুরি হয়ে যায় সেই ভ্যানটি। ভ্যান চুরি হওয়ার পর সাহায্যের আশায় অনেকের দ্বারে ঘুরেও কোনো সাড়া পাননি তিনি।


পরবর্তীতে কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পারেন ইউএনও ফারজানা আক্তার। তখনই তিনি সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীকে মাসুমের জন্য ভ্যান কেনার অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন।


বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মাসুমের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও ফারজানা আক্তার। সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা মাসুম এবং তার পরিবার।


মাসুমের মা আবেজান বেগম বলেন, “ভ্যানটি হারিয়ে মাসুমের সবকিছু শেষ হয়ে গিয়েছিল। অনেকের কাছে গিয়েও কেউ সাহায্য করেনি। ইউএনও ম্যাডাম পাশে দাঁড়িয়েছেন বলেই এখন আবার নতুন ভ্যান কেনার আশা পেয়েছি।”


টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, “বিষয়টি জানার পরই আমরা মাসুমের জন্য যতটুকু পারি তা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে।”


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com