
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৫ রমজানের মধ্যে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২০ থেকে ২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস বকেয়া থাকতে পারবে না। বেতন-বোনাস পরিশোধ না করলে আমরা সামনের দিকে আর সোচ্চার হয়ে আন্দোলন করবো।
তারা বলেন, ক্ষমতার বদল হলেও আমাদের শ্রমিকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। শ্রমিকরা এখনো তাদের দাবি আদায়ে রাস্তায় রয়েছে। অতএব সরকার বদলের মধ্যে দিয়ে শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন আসবেও না। সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে।
শ্রমিক নেতারা আরও বলেন, বাংলাদেশের যত শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেগুলো ঈদের আগে প্রত্যাহার করতে হবে। এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমকে মুক্তি দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশফেরা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম, শ্রমিক নেতা প্রকাশ দত্ত প্রমুখ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]