প্রথম সপ্তাহে কোটি ছাড়াল বঙ্গবন্ধু টানেলে টোল আদায়
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১০:০৩
প্রথম সপ্তাহে কোটি ছাড়াল বঙ্গবন্ধু টানেলে টোল আদায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর এক সপ্তাহে টোল আদায় হয়েছে এক কোটি ৫ লাখ ৯৫০ টাকা।


৭ দিনে টানেল অতিক্রম করে ছোট-বড় ৪৭ হাজার ৪৩টি গাড়ি। তবে টানেলে পণ্য ও যাত্রীবাহী গাড়ির চেয়ে দর্শনার্থীদের গাড়ি চলাচল বেশি।


গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরের দিন ভোর ৬টা বঙ্গবন্ধু টানেল দিয়ে যান চলাচল শুরু হয়। তবে মোটরসাইকেল ও থ্রি-হুইলার গাড়ি টানেল দিয়ে চলাচলে নিষেধ করে টানেল কর্তৃপক্ষ। পারপারকৃত যানবাহনের শ্রেণি ভেদে টোলের হার নির্ধারণ করা হয়েছে।


এতে কার, জিপ ২০০ টাকা, পিকআপ ২০০ টাকা, মাইক্রোবাস ২৫০ টাকা, বাস (৩১ আসন বা এর কম) ৩০০ টাকা, বাস (৩২ আসন বা এর বেশি) ৪০০ টাকা, বাস (৩ এক্সেল) ৫০০ টাকা, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা, ট্রাক (৫.০১ টন হতে ৮ টন পর্যন্ত) ৫০০ টাকা, ট্রাক (৮.০১ টন হতে ১১ টন পর্যন্ত) ৬০০ টাকা, ট্রাক-ট্রইলার (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রাক-ট্রেইলার (৪ এক্সেল) ১০০০ টাকা এবং ট্রাক-ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ১০০০+প্রতি এক্সেল ২০০ টাকা করে নির্ধারণ করা হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com